প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ কনস্যুলেট দুবাই

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। আগামী ১৯ নভেম্বর এ অ্যাওয়ার্ড দেয়া হবে।

by bdnewsinsider

এই প্রথম প্রবাসীদের মাঝে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রেরণা জোগাতে উদ্যোগ গ্রহণ করল বাংলাদেশ মিশন। রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে দুই মাস আগে স্থানীয় প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়ার ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট দুবাই।

সে লক্ষ্যে রেমিট্যান্স পাঠানোর প্রমাণসহ আবেদন করতে বলা হয়েছিল প্রবাসীদের। এরই মধ্যে এই পুরস্কার জিতে নিতে বহু প্রবাসী আবেদন করেছেন বাংলাদেশ কনস্যুলেট বরাবর।

যাচাই-বাছাইয়ের পর আগামী ১৯ নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত ৪৫ জন প্রবাসী বাংলাদেশিকে এই রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়া হবে।

অনুষ্ঠানে যাদের পুরস্কার দেয়া হবে তাদের মধ্যে ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, প্রবাসী শ্রমিক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এগিয়ে নিয়েছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই।

এদিকে প্রবাসীরা বলছেন, বেশ কয়েকজন হুন্ডি কারবারি রেমিট্যান্স অ্যাওয়ার্ড গ্রহণের জন্য সাময়িকভাবে বৈধপথে টাকা পাঠিয়ে, তার প্রমাণপত্র দিয়ে বাংলাদেশ কনস্যুলেটে আবেদন করেছেন। পুরস্কার দেয়ার আগে তাই ভালোভাবে খোঁজখবর নেয়ার আহ্বান তাদের।

একই লেখা

Leave a Comment